সাভার ও আশুলিয়ায় জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪০ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ার পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আইয়ুব খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আরিফুর রহমান, সহ সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ তুহিন, সহ সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সরকার, সহ সাংগঠনিক সম্পাদক হাজী ওসমান গনি, সহ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূইয়া তানিম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব সজীব মুরসালীন, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক(দপ্তর) সাজ্জাদ হোসেন আদর, ঢাকা জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আব্দুল হামিদ সহ সাভার আশুলিয়ার বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।