নাচোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০২:১৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।
নাচোল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামের ঝিকড়া বাসায় অফিস হলরুমে উপজেলা যুবদলের আহবায়ক আশিক মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।
এর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল পৌর বিএনপির সভাপতি মোসাদেকুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে পৌর বিএনপি'র সেক্রেটারী দুরুল হুদা ।
এসময় উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইয়াছিন আলী ও সেক্রেটারি তসলিম উদ্দিন এবং বিএনপি নেতা আলাউদ্দিন । অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজিম উদ্দিন ও গোলাম কবির । কসবা ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ আলী, নিজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ, নাচোল ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুস সালাম ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি সাদিকুল ইসলাম । শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়়।