ফরিদপুরে নানা কর্মসূচিতে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালিত
জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০১:১৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, ৭১ এর রণাঙ্গণে জিয়াউর রহমান নিজে নেতৃত্ব দিয়েছিলেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, দেশের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধকালে যখন আওয়ামী লীগের রাজনীতিবিদেরা নিরাপদে দেশত্যাগে ব্যস্ত ছিলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহসিকতার সাথে দাড়িয়ে স্বাধীনতার ঘোষনা দিয়ে বলেছিলেন এই দেশকে স্বাধীন করতে হবে।
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তাগণ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের চরম দুঃসময়ে দেশের হাল ধরেছিলেন। মহান স্বাধীনতাযুদ্ধের ৩০ লাখ শহীদের নামের সাথে, স্বাধীন বাংলাদেশের নামের সাথে আরেকটি যেই নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক গোলাম রব্বানি ভুঁইয়া রতনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুন, মহানগর যুবদলের সিনিয়র সভাপতি এমএম ইউসুফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় মঞ্চে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাজেদ মিয়া, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি পালন উপলক্ষে ফরিদপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকালে পৃথক পৃথকস্থানে স্বেচ্ছায় রক্তদান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসময় স্বেচ্ছায় রক্তদান করেন। একইসময়ে শহরের উকিলপাড়ায় থানা রোডে এ উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয়। মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুলের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল রহমান টুলু, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমটি আকতার টুটুল ও ইমদাদুল হক ইমদাদ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সাফল্য সহ দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।