জিয়া ধ্বংসস্তূপ থেকে জেগে উঠিয়েছিলেন বাংলাদেশকে - খাজা নাজিবুল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১২ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২৭ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেছেন, ঠিক এমন একটি সময়ে আবার ফিরে এসেছে বাংলাদেশের ইতিহাসের সেই কলংকজনক বিভীষিকাময় হত্যাযজ্ঞের নিকষ কালো রাত। ৩০ মে। ১৯৮১ সাল। যে রাতে হত্যা করা হয়েছিল ইতিহাসে মেধাবী সেনানায়ক, সেক্টর কমান্ডারকে। ওরকম নৃশংস ভাবে নিহত হওয়ার আগে নতুন রাষ্ট্রটাকে গড়ার জন্য সময় পেয়েছিলেন মাত্র সাড়ে তিন বছর। কিন্তু ওই স্বল্প সময়েই জিয়ার অর্জন কিছু কম ছিল না। যুদ্ধের সময় পাকিস্তানিরা তো সবই ধ্বংস করে দিয়েছিল রাস্তাঘাট, ব্রীজ- কালভার্ট-বাড়িঘর, দালানকোঠা কাঠামো। পৌরাণিক সেই ফিনিক্স পাখির মতোই যেন এক ধ্বংসস্তূপ থেকে জেগে উঠল বাংলাদেশ। এক সময়কার হেনরি কিসিঞ্জারের ‘তলাবিহীন ঝুড়ি’ দেশটার। আজ এই মহান মানুষটির শাহাদাৎ দিবস। এইদিনে তার আত্নার শান্তি কামনা করি।
আজ সোমবার ধামুইরহাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ধামুইরহাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ ফেরদৌস হাসানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধামুইরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মনোয়ার কায়সার বুলবুল, ধামুইরহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে মোসাঃ সেলিনা আক্তার ও মোঃ মাসুদার রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আমজাদ হোসেন, মোহাম্মদ আবু মুসা মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, শ্রমিক দলের সভাপতি আতিয়ার রহমান রহমান, মোহাম্মদ ইউসুফ খান চৌধুরী। এছাড়াও কৃষক দল মৎস্যজীবী দল ছাত্রদল যুবদল, মহিলা দল এর সদস্যবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।