সোনাগাজীতে দোয়া মাহফিলের মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৮:১০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার বাদ আছর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও. নাছির উদ্দিন সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর, হোসেন বাবর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৈয়ব আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষদ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাইনুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সাবেক উপজেলা আহবায়ক বোরহান উদ্দিন, পৌর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খুরশিদ আলম, শ্রমিক দলের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, আমিরাবাদ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি কামলা উদ্দিন সহ বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।