উলিপুরে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৫:০৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উলিপুরে পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে আজ সোমবার উপজেলা বিএনপি জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উলিপুর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজান আলী কবির, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ মোঃ সামিউল ইসলাম শামীম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম, ধরণীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারসহ প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।