সরিষাবাড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৪ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আঃ আওয়াল, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সদস্য খায়রুল কবীর শ্যামল, জাহাঙ্গীর কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল পৌর ছাত্রদলের আহবায়ক সবুজ সরকার প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।