রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৪১ তম শাহাদত বাষিকী পালিত
শোক হোক শক্তি এই প্রত্যয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শোক হোক আওয়ামী সৈরাচার সরকার হটাবার শক্তি। এই প্রত্যয় নিয়ে রংপুরে বিএনপি‘র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ লক্ষ্যে রংপুর মহানগর ও জেলা বিএনপি ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল সহ দলের অঙ্গ এবং সহযোগী সংগঠন গুলো দিনভর নানা কর্মসূচী গ্রহণ করে।
আজ সোমবার সূর্য্যদায়ের সাথে সাথে মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়,দলীয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল থেকে মহানগর কার্যালয়ে কোরআন তেলওয়াত করা হয়। পরে শহীদ জিয়ার বর্ণাঢ্য জীনব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও মহানগর বিএনপি‘র সদস্য সচিব অ্যাডভোকেট মহাফুজ উন নবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপি‘র সদস্য আলহাজ্ব কাওছার জামান বাবলা, রুহুল আমিন বাবলু, কৃষকদল আহ্বায়ক লাবু, মহানগর যুবদল সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সিনিয়র সহ সভাপতি পিন্টু, যুগ্ম সম্পাদক লেলিন, মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, ছাত্রদল সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
জেলা বিএনপি প্রতিটি থানায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্নকরা খাবার বিতরণের কর্মসূচী গ্রহন করে। এ ছড়াও নগরীর শাপলা চত্বরে আলোচনা সভা আয়োজন করে।
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদা রহমান জোৎসা, রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান, হিজবুল সাধারণ সম্পাদক সামসুজ্জোহা প্রমুখ।