খুলনায় দিনব্যাপি নানা কর্মসূচিতে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫১ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দিনব্যাপি নানা কর্মসুচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে বিএনপি। ভোরে সকল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ যতবার ক্রান্তিকালের মুখোমুখি হয়েছে প্রতিবারই জিয়াউর রহমান পরিত্রাণের দায়িত্ব পালন করেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন শাসকের ব্যর্থতায় অস্তিত্ব সংকটে পড়েছিল, সেই সময় জিয়াউর রহমান দেশ পুর্নগঠনে ১৯ দফা কর্মসুচি গ্রহণ করেন। আজ দেশের যে সংকট, তা থেকে উত্তরণের জন্য আমাদেরকে জিয়ার রেখে যাওয়া আদর্শকে ধারণ করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আমাদের সামনে আর কোন পথ খোলা নেই।
এছাড়া দিনব্যাপি নগরীর সকল ওয়ার্ড ও থানায় পৃথক পৃথক কোরআনখানি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরপর দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, সৈয়দা রেহেনা ইসা, মোল্লা খায়রুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, তৈয়েবুর রহমান, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাডভোকেট মাসুম রশিদ, অ্যাডভোকেট কে এম শহিদুল আলম, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, হাফিজুর রহমান, আনিসুর রহমান, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মো. আলী বাবু, তরিকুল ইসলাম, শরিফুল আনাম, মুর্শিদুর রহমান লিটন, রফিকুল ইসলাম বাবু, তানভিরুল আযম রুম্মান, শেখ জামাল উদ্দিন, মো. আব্দুল হালিম, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আব্দুল মালেক, খন্দকার ফারুক হোসেন, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, শামসুল বারিক পান্না, মশিউর রহমান যাদু, গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, মোল্লা কবির হোসেন, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস, জাবির আলী, মো: হানিফ, শহিদুল ইসলাম, মো: ফারুক, মো: জাকির ইকবাল বাপ্পী, শফিকুল ইসলাম শাহিন, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, গাজী শহিদুল ইসলাম, মুনতাসির আল মামুন, শাহানাজ সরোয়ার, হাসনা হেনা, কওসারী জাহান মঞ্জু প্রমুখ।
খানজাহান আলী থানা বিএনপি'র দিনব্যাপী দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরনের কর্মসূচি ফুলবাড়ী গেট বিএনপি অফিসে বিকাল ৫ টায়, শিরোমনি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, আটরা, গিলাতলায় যোহর বাদ এবং তেলিগাতী ১,২,৩ নং ওয়ার্ড, পাকার মাথায় যোহর বাদ কর্মসূচি পালিত হয়।
দৌলতপুর ও আরংঘাটা থানা বিএনপির উদ্যোগে বাদ জোহর মসজিদে মসজিদে দোয়া এবং আসর বাদ তবারক বিতরণ করা হয়।
খালিশপুর থানায় বিএনপি'র দিনব্যাপী দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ওয়ার্ড ৭, রাজধানীর মোড়, কাশিপুরে বিকাল ৫ টায়, ওয়ার্ড ৮ ক্রিসেন্ট গেট জামে মসজিদে বিকাল ৫ টায়, ওয়াড ৯ আবু নাসেরের সামনে, লেবু তলা মোড় আছর বাদ, ওয়ার্ড ১০ নয়াবাটি হিজবুল মসজিদ, চার রাস্তার মোড় সকাল ১১টায়, ওয়ার্ড ১১ পিপলস মিল মাঠ, ওয়ার্ড ১২ বাইতুল ফালা, ডালিম ভাইয়ের বাড়ির মোড় যোহর বাদ, ওয়ার্ড ১৩ নিউজ প্রিন্ট মিল গেট বিএনপি অফিস যোহর বাদ, ওয়ার্ড ১৪ বৈকালী বিএনপি অফিস, দুপুর ১২ টায়, ওয়ার্ড ১৫ পলিটেকনিক বিএনপি অফিস, যোহর বাদ অনুষ্ঠিত হয়।