কালকিনিতে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌরসভা বিএনপির উদ্যােগে মাদারীপুর ৩ আসনের ২০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ মে) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারীর নিজ বাড়ি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামে উক্ত কর্মসুচি পালন করা হয়।
এতে পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপি নেতা ছালাম বেপারী, পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহব্বায়ক শহিদুল বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শিকদার মামুন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, স্বজল, তুহিন হাওলাদার ও মোঃ হাচান প্রমুখ।