মাগুরার শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪০ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০১:১৫ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
মাগুরার শ্রীপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সহযোগী সংগঠনসহ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এবার শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে উপজেলার বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী ইউনিয়ন পর্যায়ে পালন করছে।
এই উপলক্ষে শ্রীপুর উপজেলার মদনপুর জামে মসজিদে জোহরবাদ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মদনপুর জামে মসজিদের ইমাম আব্দুল কাদিরের পরিচালনায় শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মাহফিলের পর আাবু নইম কীতাবে সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির নির্বাচিত সদস্য সচিব মুন্সী রেজাউল করিম, সাবেক সংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক শামিমুর রহমান বাবু এবং দৈনিক দিনকাল শ্রীপুর প্রতিনিধি মো.রেজা সিদ্দিকী ডিকনসহ অনেকের উপস্থিতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।