কেশবপুরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৩ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৮:২৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতর ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার কেশবপুর দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় দলীয় ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং জোহরের নামাজ শেষে দরিদ্র ভোজের আয়োজন করা হয়। এ সময় দলীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়।
থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস।
পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, কুতুব উদ্দিন বিশ্বাস, রেজাউল ইসলাম, নুরুজ্জামান চৌধুরী, আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবীর সুমন, আব্দুল হালিম অটল, চেয়ারমান হুমায়ুুন কবির পলাশ, মাহবুবুর রহমান মল্লিক, বাবর আলী গাজী, মাস্টার মহিউদ্দিন, আব্দুল হালিম, রেজাউদ্দৌলা নিজাম, ডাক্তার আনিসুর রহমান, ইউসুফ আলী, আবুল কাশেম, রেজাউল ইসলাম, মাস্টার আমানত আলী, আবু নাঈম, আবুল কাশেম, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর, মেহেদি হাসান শিপন, মেহেদি হাসান বিশ্বাস, আলমগীর হোসেন, সেচ্ছাসেবকদল নেতা শামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, জাহাঙ্গীর আলম পলাশ, শাহ আলম, ছাত্রদল নেতা ফরিদ উদ্দিন, আজিজুর রহমান আজিজ, মনিরুল ইসলাম, মাসুম বিল্লাহ ওহিদুর রহমান অন্তু, হাবিবুর রহমান ইমন, রহাতুল ইসলাম সুজন প্রমুখ।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।