শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নগর ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৫ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৫ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় চট্টগ্রাম ২নং গেইট শহীদ জিয়া বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সামিয়াত আমিন জিসান, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, নুর জাফর নাঈম রাহুল, সদস্য ইমরান হোসেন বাপ্পি, এনামুল হক এনাম সহ বিভিন্ন থানা ও কলেজের আহ্বায়ক, সদস্য সচিব ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।