আদমদীঘিতে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৩৪ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ যোহর আদমদীঘি বাসষ্ট্যান্ড জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক, আবু হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ সহ উপজেলার ৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। শাহাদৎ বার্ষিকীতে মুনাজাত পরিচালনা করেন মাওলা মাসুদ আলী।