আড়াইহাজারে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৫:২৩ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মহিলাদরের উদ্যেগে আজ বুধবার (৩০ মে) শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত উপজেলা সদরের আশিক সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।
পারভিন আক্তার তার বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের অবৈধ কর্মকান্ডের ফলে জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বর্তমান সরকারের পতন যে কোন সময়ে হয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা সরোয়ারদী মিয়া, আলাবক্রা, আমির মেম্বার, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক পিয়ারা বেগম প্রমুখ।