তজুমদ্দিনে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১২:০৯ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা যুবদল সভাপতি নাসির উদ্দিন ভুট্টো, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হুমায়ন কবির পাটওয়ারী, দপ্তর সম্পাদক ও সোনাপুর ইউনিয়ন সেক্রেটারী কামরুল হাসান মিল্লাদ, যুবদল নেতা বাহাউদ্দিন বাহার, স্বেচ্ছাসেবক নেতা কাজল হাওলাদার, মোঃ নান্নু মিয়া, নুরুউদ্দিন, মিজানুর রহমান, শম্ভুপুর ইউনিয়নের বিএনপি নেতা রত্তন মিয়া, আবু সরকার, আব্বাস উদ্দিন, আব্দুল্লা আল নোমান, মিরাজ, জসিম পাটওয়ারী, শিবির, মোঃ নয়ন প্রমুখ।