জয়পুরহাটে শহীদ জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১১:০৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকীতে জেলা বিএনপির আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুলহক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, বিএনপি নেতা ফজলুর রহমান, মতিয়র রহমান, সেলিম রেজা ডিউক, যুবদলের ওবায়দুর রহমান সুইট, এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, আবু রায়হান উজ্জ্বল, ছাত্রদল নেতা মামুনুর রশীদ, আদনান, মহিলা দলের জাহেদা কামাল, বনি রাব্বানীসহ অন্যান্যরা।