জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০১:২৬ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে ছিলেন। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়ে ছিলেন। তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করলে আজকে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেতেন না।
তিনি বলেন, দেশের মানুষ আজ অবৈধ আওয়ামীলীগ সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছে। যার কারনে সাধারণ মানুষ তাদের গণতন্ত্র ও ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় স্বাধীনতা নেই, সাধারণ মানুষের স্বাধীনতা নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে সরকার পতন আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে ১১নং ওর্য়াড বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব মানুষের মাঝে খাবার বিতরনকালে তিনি এসব কথা বলেন।
ওর্য়াড বিএনপির সভাপতি আঃ রাজ্জাক লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিজভী আল জামালী রনজু, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক শাহ মাসুদ, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগম, সাইদা বেগম শ্যামা, ৫নং ওর্য়াড বিএনপি সভাপতি ইকবাল হুদা, সাধারন সম্পাদক ওমর ফারুক রিমন প্রমূখ।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শহরের স্টেশন রোড়ে জেলা বিএনপি কার্যালয়ে ও পাল পাড়াস্থ লোকনাথ মন্দিরে জেলা শ্রমিক দলের আয়োজনে কোরান খানি, আলোচনা সভা ও গরীব মানুষের মাঝে খাবার বিতরণ এবং মন্দিরে বিশেষ প্রার্থণা করে প্রসাদ বিতরন করা হয়।। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান ও সাধারন সম্পাদক জীবন বসাক।
জামালপুর পৌরসভার ৫নং ওর্য়াড বিএনপিসহ সদর উপজেলার ২০০টি পয়েন্টে গরীব মানুষের মাঝে খাবার বিতরন করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা। প্রতিটি পয়েন্টে গরীব মানুষের মাঝে খাবার বিতরনের উদ্বোধন করেন এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।