সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লুটেরাজ সরকারকে টেনে নামানো হবে - শাহ্ মোঃ আবু জাফর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুর-১ আসন এর সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক, শাহ্ মোঃ আবু জাফর বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লুটেরাজ সরকারকে টেনে নামানো হবে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা, দক্ষিণ এশীয় উন্নয়ন সংস্থা (সার্ক) এর প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর (৪১)তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী কুরআন খানী-আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠাণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান এর জনপ্রিয়তার ফসল বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি ক্ষমতায় থাকতে যমুনা সেতু নির্মাণ করেছে, সেটা দেখে এখন আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণ করলেন।
তিনি আরও বলেছেন, পুলিশ এখন বিএনপিকে হাতকড়া পরাচ্ছেন।,এই পুলিশই একদিন আওয়ামী লীগ নেতাদের হাত কড়া পরাবে।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউর হক (রিপন) এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামানের, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসবুর রহমান খোকন, বানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেন, উপজেলা জিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল মান্নান, যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা ওলামাদলের সভাপতি আলহাজ্ব হাফেজ গোলাম মহিউদ্দিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, যুবদল নেতা কামরুর ইসলাম দাউদ, পৌর যুব দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ছোট নজরুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন ও যুগ্ম আহবায়ক মোঃ নাজির শেখ প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মি উপস্থিত ছিলেন।