পুলিশি বাঁধার পরও নকলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৮ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪১ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মান জনক মন্তব্য ও হত্যার হুমকি এবং কেন্দ্রীয় ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা সহ গুলি বর্ষণের প্রতিবাদে শেরপুরের নকলা উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজ রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নকলা বিএনপি ও ছাত্রদল সুত্রে জানাগেছে, জেলার নকলা উপজেলা, শহর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আজকের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধার মুখে অনুষ্ঠিত হয়। পুলিশ নকলা বিএনপি'র কার্যালয় থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন, নকলা পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, আফজাল হোসেন, মাসুদ রানা, কলেজ ছাত্রদল শাখার যুগ্ম আহবায়ক কাওসার আজাদ অর্ণবসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী প্রমুখ।