শহীদ জিয়ার জন সমাদৃত ও জনসম্পৃক্ত রাজনীতির জন্য আওয়ামী লীগ তাকে ভয় পায় - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৭ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কালজয়ী নেতা উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ জিয়ার রাজনীতি, দর্শন, নীতি, আদর্শ জন সম্পৃক্ত-জন সমাদৃত। সে কারণেই আওয়ামী লীগ শহীদ জিয়াকে ভয় পায়, সহ্য করতে পারেনা তাঁর আকাশচুম্বি জনপ্রিয়তাকে।
এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর দুই দিন ব্যাপী আলোচনা, আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী উদ্বোধনকালে এসব কথা বলেন। হালুয়াঘাট পৌর শহরের মধ্যবাজারে হালুয়াঘাট সাধারণ পাঠাগার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠাগার মিলনায়তনে বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক নুর উদ্দিন নুরু, মানু মুন্সিসহ অন্যান্য আলোকচিত্র সাংবাদিকদের তোলা শহীদ জিয়ার কর্মময় জীবনের শতাধিক দূর্লভ ছবি ছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানেরও শতাধিক ছবি স্থান পায়। সন্ধ্যায় শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনীতির ওপর নির্মিত কয়েকটি প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ প্রদর্শনী অবলোকন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ, ১৯ দফা কর্মসূচি, স্বনির্ভর অর্থনৈতিক নীতি, বহুদলীয় গণতন্ত্র, বাক, ব্যাক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, উন্নয়ন-উৎপাদনের রাজনীতি, ছাত্র-যুব-নারী-কৃষক-শ্রমিক-ব্যবসায়ীদের কল্যাণে বাস্তব ভিত্তিক কর্মসূচির কারণেই শহীদ জিয়াকে জনগণ তাদের হৃদয়ের মনিকোঠায় স্থান দিয়েছে। যে কারণে দেশী-বিদেশী চক্রান্তে নিহত হলেও তাঁকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই।
শহীদ জিয়ার কালজয়ী রাজনীতির কারণে আওয়ামী লীগের ঘুনেধরা রাজনীতি বার বার পরাজিত হয়। এজন্য তারা শহীদ জিয়া ও তাঁর রাজনীতি সম্পর্কে ধারাবাহিক ভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি শহীদ জিয়ার রাজনীতি আরও গভীর ভাবে আত্মস্থ করার আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়া আমাদের শক্তি,তাঁর রাজনীতিতেই মিলবে দেশ ও জাতির মুক্তি।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবিরের পরিচালনার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, অধ্যাপক মোফাজ্জল হোসেন, হালুয়াঘাট ব্যাবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, আলী আশরাফ,হোসনে আরা নীলু, আবদুল মান্নান মল্লিক, কাজী ফরিদ আহমেদ পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল আজিজ খান, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর।