বগুড়ার গাবতলীতে আওয়ামীলীগের হামলায় আহত নেতাকর্মিদের হাসপাতালে মেয়র সাইফুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:০৮ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার গাবতলীতে আওয়ামীলীগের হামলায় আহত নেতাকর্মিদের চিকিৎসার খোঁজ খবর নেন বিএনপি নেতা ও গাবতলী পৌরসভার মেয়র মো: সাইফুল ইসলাম।
আজ রবিবার বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও কাউন্সিলর হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিরু, দূগাহাটা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আশিক সহ আহত নেতা দেখতে ও চিকিৎসার খোজ নিয়ে যান নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
গাবতলী পৌর মেয়র জানান, আওয়ামীলীগে নেতাকর্মিরা মিছিল নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর ও আগ্নিসংযোগ করার চেষ্টা চালায়। আমরা আওয়ামীলীগের নেতাকর্মিদের ধাওয়া দিলে তারা ছাত্রভঙ্গ হয়ে চলে যার। এসময় আমাদের কিছু নেতাকর্মিরা আহত হয়।