দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন বলতে কিছুই নেই - মোশাররফ হোসেন দীপ্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন বলতে কিছুই নেই। মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে। হরণ করা হয়েছে গণতন্ত্র। স্বৈরতন্ত্রের খোলসের ভেতরে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার আজ মহামারি আকারে রূপ নিয়েছে। এ থেকে পরিত্রাণ দরকার। এজন্য সবার আগে প্রয়োজন রাতের আঁধারে লুট হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করা। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যুবদলের নবগঠিত এই কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে রাজপথে থেকে মানবাধিকার ও আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধভাবে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে।
আজ আজ রবিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সুলতান সালাহউদ্দীন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করায় চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাগত মিছিল উত্তর সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে খালেদা জিয়ার নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে। বর্তমান ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের যুবদল কর্মীরা গণতন্ত্রকে মুক্ত করবেই।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, গণতন্ত্র পুন:রুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই নবগঠিত কমিটির নেতৃত্বে গড়ে তুলতে হবে। আজকের তরুণ সমাজকেও বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণ তার ভোটাধিকার ও আইনের শাসন ফিরে পাবে।
সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক-মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি-মামুন হাসান, সহ-সভাপতি-নুরুল ইসলাম নয়ন, দফতর সম্পাদক(সহ সভাপতি পদ মর্যাদায়) কামরুজ্জামান দুলাল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক-গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক-ইসাহাক সরকারকে অভিনন্দন জানান,
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মিয়া মোঃ হারুন, জসিমুল ইসলাম কিশোর, মজিবর রহমার, অরূপ বড়ুয়া, মোঃ আলী সাকী, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পলাশ, মজিবর রহমান রাসেল, ফেরদৌস আলম, জাফর আহমেদ খোকন জহিরুল ইসলাম জহিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের তিনদিনব্যাপি কর্মসূচি ঘোষণা:
আগামীকাল ৩০শে মে, সোমবার বাদ জোহর চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া, মিলাদ মাহফিল, তাবারুক বিতরণ।