কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৩:১১ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঢাকা-কালিয়াকৈর মহাসড়কে কালিয়াকৈর উপজেলা ছাত্রদল এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৯ মে) উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জাফর ইকবাল জনি, সভা পরিচালনা করেন আল আমিন দেওয়ান।