নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ত্রিশালে যুবদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০২:৪৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহের ত্রিশালে আনন্দ মিছিল করেছেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
গতকাল শনিবার (২৮ মে) বিকেলে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিকেলে পৌর শহরের দরগা মহল্লা রোড থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ রোডে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে উপজেলা যুবদলের কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারন সম্পাদক মোনায়েম মুন্নাসহ ঘোষিত আংশিক কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবদলের সহ সভাপতি ও ত্রিশাল উপজেলা যুবদলনেতা মাজহারুল ইসলাম জুয়েল।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদলনেতা রাজরুল ওয়াহাব রাজু, শওকত মাহমুদ, ওবায়দুল হক, হুমায়ুন কবীর, সাব্বির আহমেদ, ইয়াহিয়া, সাঈদ, নিয়াজ মাহমুদ, পৌর যুবদলনেতা রাহাদ, কবির, ওয়াহিদুল, ফরহাদ প্রমূখ।