তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকালে তারাকান্দা উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সমাবেশে তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মন্ডল।
কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ.এম জুয়েল ও এনামুল হক, আহবায়ক কমিটির সদস্য, মোবারক খান, ছাত্রনেতা শামীম, জুয়েল, মাজেদুল, সাইনুদ্দীন, পিয়াস, ফাহিম, সিরাজুল, রিদয়, কাওসার, মিয়াদ, আজহারুল, সিফাত, শান্ত, অন্তর, কলেজ ছাত্রদল নেতা আজহারুল, ফজলুল হকসহ প্রমূখ।
বিক্ষোভ মিছিলটি তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি'র নেতৃত্বে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উত্তর বাজারস্থ কৃষি ব্যাংক প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।