সরিষাবাড়ী ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০৮ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২৯ মে) সকাল ১১টায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম এর নেতৃত্বে উপজেলা ছাত্রদল, শহর ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহমতুল্লাহ, সাব্বির সরকার, জাহাঙ্গীর মিয়া, জনি মিয়া, রিপন মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক সবুজ সরকার, সদস্য সচিব মানিক মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মোর্শেদ আলমসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচীতে অংশ নেন।
সরিষাবাড়ী আরইউটি স্কুল ক্যাম্পাস থেকে শুরু করে বিরাট বিক্ষোভ মিছিল আরামনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বক্তব্য রাখেন।