ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা হারুনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৫২ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য, ফরিদগঞ্জ উপজেলার ১১নং চিরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো: হারুনুর রশিদ পাটওয়ারী আজ রোববার সকালে তার নিজ এলাকায় মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দূর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি নেতা হারুন পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ। তার অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
তিনি দীর্ঘ বছর বিএনপির রাজনীতির একনিষ্ঠ নেতা হিসেবে দলের স্বার্থে কাজ করে ব্যাপক ভাবে প্রশংসিত ছিলেন।