খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ফরিদপুরে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০৪ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি ও ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার রাত সোয়া আটটায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক ও কৃষকদল নেতা এডভোকেট মামুন অর রশিদ মামুন এর নেতৃত্বে শহরের গোয়ালচামট এলাকায় একটি মশাল মিছিল বের হয়।
মিছিলটি স্বর্ণ কুঠির মার্কেট সামনে থেকে বের হয়ে ভাঙ্গা রাস্তা মোড় পার হয়ে জনতা ব্যাংক গোয়াল চামট শাখার সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন এডভোকেট মামুন অর রশিদ মামুন।
এ সময় কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।