রংপুরে পুলিশি বাঁধায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৩ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০২:৪৪ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘হত্যার হুমকি’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়।
পুলিশি বাঁধার কারণে মিছিল নিয়ে মূল সড়কে যেতে পারেননি নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশের শেষ পর্যায়ে পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের বাক বিতন্ডার ঘটনা ঘটে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরীর গ্র্যান্ড হোটেল মোড় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পৃথক পৃথকভাবে রংপুর জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেন।
শুরুতে রংপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন ও সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।
এর পর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু ও সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুর নেতৃত্বে নগরীর সালেক পাম্প সংলগ্ন থেকে আরেকটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে এসে প্রবেশ করে। পরে পুলিশি বাঁধার মুখে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করে তারা।
সমাবেশে থেকে বক্তারা, অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতার মুক্তি দাবি করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ছাত্রদল-যুবদলসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানী, হামলার তীব্র প্রতিবাদ জানান।
শনিবার দুপুরে একই স্থানে মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম ও সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর পর সবশেষ অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল ও সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহাসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ
মিছিল দলীয় কার্যালয় থেকে মূল সড়কের দিকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেন। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাদের বাক-বিতন্ডা হয়।
এ কর্মসূচিকে ঘিরে শনিবার দিনভর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।