নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০২:২৮ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ ও চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ শনিবার (২৮ মে) দুপুর ১২ টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান মানিকেট নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা- নারায়ণগঞ্জ সড়কের চাঁদনী কাবাব নামক রেস্পুরেন্টের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু মাসুম, সুলতান মাহমুদ, সাগর সিদ্দিকী, সাজ্জাদুল আলম নিলয়, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান, নাজমুল হাসান বাবু, মোরশেদ আলম, জাভেদ, পিয়াস খন্দকার, মোঃ লেলিন আহমেদ, শাহাবুদ্দিন জয়, শোয়েব আক্তার সোহাগ, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, সৌকত রহমান ইফতি, শাকিল আহমেদ, কাজি সাজ্জাদ, মোঃ সবুজ হোসেন, মাহাবুব হোসেন, সাগর আহমেদ, সোহান ও রিয়াজুল ইসলাম প্রমূখ।