আদমদীঘি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০২:৫০ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
দীর্ঘ ১২ বছর বছর পর বগুড়ার আদমদীদি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ মে) সকালে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ আনোয়ারুল ইসলাম তালুকদার রতনের সভাপতিত্বে সম্মেলনের উদ্ধোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আদমদীঘি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান আলী আজগর তালুকদার হেনা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড.একেএম সাইফুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লাভলী রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মোর্শেদ মিলটন, একে এম তৌহিদুল আলম মামুন, মাফতুন আহমেদ খান রুবেল, এক এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক এইচ এম মুক্তা প্রমুখ।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বে দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলার ৬টি ইউনিয়ন কমিটির সদস্যদের নিয়ে ৪ টি পদের জন্য ১২ জন প্রার্থী সরাসরি কাউন্সিলরদের ব্যালট পেপারের ভোটের মাধ্যমে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক (দুইটি) পদে নির্বাচিত হয়েছে। সভাপতি পদে আব্দুল মহিত তালুকদার, সাধারন সম্পাদক পদে আবু হাসান, সাংগঠনিক সম্পাদক ১ম পদে ইউনুস আলী দুলাল ও সাংগঠনিক সম্পাদক ২য় পদে শফিকুল ইসলাম খান লিখন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বিগত ২০১০ সালে আদমদীদি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আব্দুল মুহিত তালুকদার সভাপতি ও বুলবুল ফারুক সাধারন সম্পাদক নির্বাচিত হন।