যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে জামালপুরে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২৭ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় নতুন কমিটি ঘোষনা করায় জামালপুরে অভিনন্দন মিছিল করেছে জেলা যুবদল। সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি এবং মোনায়েম মুন্নাকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা দেয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে জামালপুরে মিছিল করেছে যুবদলের সাবেক নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নতুন কমিটির নেতৃবৃন্দকেও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে।
গতকাল শুক্রবার (২৭ মে) বিকেলে যুবদলের সাবেক নেতাকর্মীরা। শহরের পাঁচ রাস্তা মোড় থেকে একটি অভিনন্দন মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি নেতা সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপি নেতা শাহ মাসুদ প্রমূখ।