তারাকান্দায় যুবদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫০ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (কেন্দ্রীয় কমিটি)তে সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি ও মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবদলের এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ মে) সকালে তারাকান্দা উত্তর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল টি বের হয়ে উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সড়ক প্রদক্ষিণ শেষে তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম আমিনুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার, রাসেল মন্ডল, আশরাফুল আলম, ফরিদ আহাম্মেদ আকন্দ, রায়হান, জুয়েল, নজরুল ইসলাম, মুঞ্জুরুল হক, আশরাফুল, জিয়াউল হক প্রমূখ।