নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪২ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০ ঘটিকায় নেত্রকোনা জেলা ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টর এর সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে উক্ত কর্মসূচি সমাপ্ত হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্বে করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী।
এতে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের আহবায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন সারির নেতৃবৃন্দ।