গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০২:১৪ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ এর অতর্কিত নেক্কারজনক হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে নগরীর চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল হয়।
গতকাল শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে প্রধানমন্ত্রীকে তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বলেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।
এসময় আব্দুল হালিম মোল্লা সহ আরো উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সহ সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, সেচ্ছাসেবকদল নেতা সানি, মনির, মামুন, পাভেল, নয়ন, মাজু , চাঁন মিয়া, হারুন, আলামিন, মুন্না, রিদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।