সরকারের বিদায়ের সময়ে চরমপন্থা অবলম্বন করছে : মনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১০ পিএম, ২৭ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৩৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান সরকারের বিদায়ের সময়ে অসহিষ্ণু ও চরমপন্থা অবলম্বন করছে। যে কারণে বৃহস্পতিবার খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালালে অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রে সজ্জিত ছাত্রলীগ ক্যাডারদের তান্ডবলীলায় রণক্ষেত্রে পরিণত হয় মহানগরীর প্রাণকেন্দ্র এলাকা। পুলিশ বিএনপি অফিসের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং দলীয় কার্যালয় এলাকা থেকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক সৈয়দা রেহানা ঈসাসহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
আজ শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ সরকার বিরোধীদলকে নিশ্চিহৃ করার জন্য হামলা-মামলা ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তিনি মামলা প্রত্যাহার ও সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তির দাবি করেন। একই সঙ্গে ছাত্রলীগের নারকীয় হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
শফিকুল আলম মনা আরও বলেন, আমাদের নেতাকর্মীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসাও দিতে বাধা দেওয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে।
এ সময়ে তিনি বলেন, এ হামরার প্রতিবাদের খুলনা বিএনপি শিগগিরই সাংগঠনিক কর্মসূচি দেবে এবং আইনী ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে আহত করেছে এবং ভাংচুর করে তান্ডব চালিয়ে পুলিম উল্টো বিএনপি নেতৃবৃন্দের নামে মামলা করেছে। যা অগ্রহণযোগ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, মাহবুব হাসান পিয়ারু, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন প্রমুখ।