খুলনায় বিএনপি নেতা বকুলসহ প্রায় ৮৮০ নেতাকর্মীর নামে মামলা, ১২ নারী নেত্রীর জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ পিএম, ২৭ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৩০ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত বৃহস্পতিবার খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ ৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো সাত/আট’শ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে। এর মধ্যে ৪১জনকে গ্রেফতার দেখিয়েছে। বাকীদের পলাতক দেখানো হয়েছে। মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, তরিকুল ইসলাম জহিরসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রায় সকল অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের আদালতে উপস্থিত করা হয় বিজ্ঞ মহানগর হাকিম ১২ নারী নেত্রীকে জামিন প্রদান করেন। বাকীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন প্রাপ্তরা হলেন, মহিলাদলের নেত্রী স্ত্রী কাওসারী জাহান মঞ্জু (৪৮), শারমিন আক্তার (২৮), মরিয়ম খাতুন মুন্নি (৪০), ইভা জামান, মনি বেগম (৪০), রুকাইয়া দোলা (২৫), রুবিনা (৩২), কাজলী (৩৭), সাবেক সংরক্ষিত কাউন্সিলর আনজিরা খাতুন (৬৯), পাপিয়া আক্তার পারুল (৫৩), আফরোজা জামান (৫২) ও নগর বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দা রেহেনা আক্তার (৭৩)।