শহীদ জিয়াউর রহমানের দেশ প্রেম সবই দৃষ্টান্ত - ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ২৭ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, শহীদ জিয়াউর রহমান সম্পর্কে যত জানবেন তত বেশি মানবেন, তত বেশি শ্রদ্ধা করবেন তাকে। তার দেশ প্রেম সবই ছিল দৃষ্টান্ত। স্বজনপ্রীতি কি তিনি তা জানতেন না। দুর্ণীতি, অনাচার তাকে কখনও স্পর্শ করতে পারেনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে নিয়ে আজকে যারা কটুক্তি করে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বার্তা বলেন তারা জানেন না দেশের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা কখনই মানুষ মন থেকে মুছে ফেলতে পারবে না।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে ৫দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শাহবাজপুর স্কুল মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব মানুষের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সস্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক মীর আলতাফ হোসেন প্রমূখ।