ছাত্রদলের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৮ বাম-প্রগতিশীল ছাত্র সংগঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৭ পিএম, ২৭ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১৯ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট এলাকায় ছাত্রদলের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, সিপিবি ও ৮ টি বাম-প্রগতিশীল ছাত্র সংগঠন।
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক-পৃথক বিবৃতিতে সংগঠনগুলো এ প্রতিক্রিয়া জানায়।
‘ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার নিন্দা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বে আইপিইএফ যুক্ত না হওয়ার আহ্বান’ শীর্ষক বিবৃতিতে বামজোটের নেতারা বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সামনে প্রকাশ্যে এসব ঘটনা সংঘটিত হলেও তারা নির্বিকার। সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মদত ছাড়া এধরনের ঘটনা ঘটতে পারে না। বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত, গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান হয়।
বিবৃতিতে জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ(মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হকের নাম উল্লেখ করা হয়।
‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত-দখলদারিত্বের অবসানের দাবি সিপিবি’র’ শীর্ষক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনা, ছাত্রী নির্যাতন, ছাত্রদল এবং সাংবাদিকদের ওপর হামলা ও সর্বশেষ সুপ্রিম কোর্ট চত্বরে সরকারি ছাত্রলীগের তাণ্ডবের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটছে তার নিরপেক্ষ তদন্ত-বিচার-প্রশাসনের নিরপেক্ষ, দায়িত্বশীল ভূমিকা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
পৃথক একটি বিবৃতিতে আটটি বাম ও প্রগতিশীল ছাত্র সংগঠন দাবি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা বিরোধী মত দমনের বহিঃপ্রকাশ যা শিক্ষাঙ্গনে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করেছে। ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা নিশ্চিত করেন।
বিবৃতিতে ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দীপ ভট্টচার্য, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, ছাত্র ফেডারেশন (একাংশ) সভাপতি মিতু সরকার ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়ার নাম উল্লেখ করা হয়েছে।