রংপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩০ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ৈছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর গ্রান্ড হোটেল মোরস্ত বিএনপির দলিয় কার্যালয়ের সামনে রংপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা, রংপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু প্রমুখ।
বক্তাগণ, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তিনি বেগম জিয়াকে হত্যার উদ্দিশ্যেই উস্কানী মুলক উক্তি করেছেন। তবে বিএনপি ও এর নেতাকর্মীরা বেচে থাকতে তার সে আশা পুরন হবে না। নেতকর্মীরা হুশিয়ারী দিয়েছেন, বেগম জিয়ার কিছু হলে এর পরিনাম ভাল হবেনা।