রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০৪ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর অবৈধ সরকারের মদদপুষ্ট ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৬ মে) উক্ত মিছিলটি রাজশাহী সরকারী সিটি কলেজের মেইন ফটক থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড় হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ শেষে সিটি কলেজ হোস্টেলের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, ইফতেখার আলম, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, বোয়ালিয়া থানা পশ্চিম তারেক পরিষদের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, নাভিদুল হাসাস অভি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল নেতা সানি, আদিব, ববিন, সিয়াম, মেসবাহ্, শুভসহ নেতৃবৃন্দ।