ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেকৃবি ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোকছেদুল মোমিনের নেতৃত্বে এবং শেকৃবি ছাত্রদল সভাপতি তাপস কবীর ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের উপস্থিতিতে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ গেইট থেকে শুরু হয়ে ১ নং গেট (বউ বাজার) মোড়ে শেষ হয়।