ঢাবিতে হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রনেতারা ওই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে ১নং গেইটে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ করে তারা।
এমিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান ও সদস্য সচিব মো: শফিকুল ইসলাম।
মিছিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ.এম সোয়াইব, তরিকুল ইসলাম তুষার, মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য মেহেদী হাসান, আশরাফুজ্জামান প্রমূখ।
সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ছাত্র-ছাত্রীদের সহবস্থান এবং ক্লাস পরীক্ষা দেওয়ার জন্য সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বায়িত্ব এবং কর্তব্য।