পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভায় ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা, আহত অন্তত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভায় ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলার করেছে। এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির জানান, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনানী সড়কের দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা কটুক্তির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গোলাম সরোয়ার। সভা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগ সন্ত্রাসী তানভির আরিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালায় সেখানে। এ সময় ছাত্রদল ও যুবদলের অন্তত ১০-১২জন নেতাকর্মী আহত হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন জেলা ছাত্রদলের নেতা তানভির ইসলাম, আবির হোসেন, ওবায়দুল রহমান, হাসান বয়াতি, মো. কামাল হোসেন, যুবদল নেতা আতিকুর রহমান, তৌফিক আলী খান কবির, ফারুক হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট গোলাম সরোয়ার জানান, পুলিশের সহায়তায় আজকে পটুয়াখালীতে বিএনপির সভায় ছাত্রলীগ সন্ত্রাসীরা যে হামলা করলো তা নজিরবিহীন। সরকার প্রধান দেশে এক নায়কতন্ত্র কায়েমের লক্ষ্যে এ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন।