যেকোন মূহুর্তে জনগণের স্রোতে আওয়ামী লীগ পতন - দুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:০৫ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে এখন চলছে আওয়ামী নিষ্ঠুর সরকারের বর্বর শাসন। দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে জুলুম-নির্যাতন। বর্তমান শাসকগোষ্ঠী নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে ভয়ঙ্কর দুঃশাসন কায়েম রেখেছে। জনগণ এখন ঐক্যবদ্ধ, যেকোন মূহুর্তে জনগণের প্রবল স্রোত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সিরাজগঞ্জের ভাসানি মিলনায়তন চত্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মজিবর রহমান লেবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রন্জনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশ করে।