চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৩০ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চাঁদপুরে ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন বেপারি (২৬) নামে জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চালিয়াপাড়া এলাকায় একটি মাছের খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ওই এলাকার প্রবাসী হারুন বেপারির ছেলে। তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজেদের মাছের খামার দেখতে যান জসিম উদ্দিন বেপারি। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত পাশের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে জসিম উদ্দিন বেপারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিয়াজি এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জসিম উদ্দিন বেপারির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।