জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫ এএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩৮ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রার্থী ইব্রাহিম কবির মিঠুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল।
আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এডিএম বাকির জুয়েল, খোরশেদ আলম কাজল, ছাত্রনেতা মিজান, সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক হিমেল, ইমরান হোসেন পলাশ, কারানির্যাতীত ছাত্রনেতা আবিদ কামাল রুবেল, টুটুল, রায়হান, শাহাদাত, মাসুদ, মাসুম, শুশীল ত্রীপুরা, রবিউল, কামরুল, রিয়াদ, আসলাম, সোহেল, অর্নব, শুভ সহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় ইব্রাহিম কবির মিঠু বলেন, ছাত্রদলের উপর পরবর্তীতে হামলা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অবৈধ আওয়ামী ছাত্রলীগের উচিত জবাব দেওয়া হবে।