জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ এএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০৪ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল নেতাকর্মীদের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ছাত্রলীগের ভীতিকর পরিবেশকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ফটক থেকে শুরু হয়ে ডেইরী গেট (প্রধান ফটক) পর্যন্ত গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান রনি, সদ্য সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, সদ্য সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ইসরাফিল চৌধুরী সোহেল, মুজিব হলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরন, ছাত্রদল নেতা মশিউর রহমান রোজেন, আল বেরুনী হলের যুগ্ম আহ্বায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, ভাসানী হলের ছাত্রনেতা মেহেদি হাসান প্রিন্স, আ.ফ.ম কামালউদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিলটন, ছাত্রনেতা তাজুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ অন্তর প্রমুখ।