চৌদ্দগ্রামে ছাত্রলীগের নারকীয় তান্ডব, বিএনপি উপজেলা কার্যালয়ে ব্যাপক ভাংচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কুমিল্লা দক্ষিন জেলাধীন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে স্থানীয় ছাত্রলীগ। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা কিছুক্ষন আগে এই দিনকাল প্রতিবেদককে জানান, আজ বুধবার বিকালে স্থানীয় ছাত্রলীগ চৌদ্দগ্রাম সদরে সশস্ত্র অবস্থায় বিক্ষোভ মিছিল করে। মিছিলের শেষ পর্যায়ে বিকাল ৫টার পর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা "জয় বাংলা" স্লোগান দিয়ে চৌদ্দগ্রাম পৌর এলাকায় উপজেলা বিএনপির তালাবদ্ধ থাকা কার্যালয় তালা ভেঙ্গে প্রবেশ করে অফিসের সকল আসবাবপত্র, টেলিভিশন ভাংচুর করে এবং অনেক আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এসম সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চৌদ্দগ্রাম পৌর শহর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও যুবদল, ছাত্রদলের কয়েকহাজার বিক্ষুব্ধ নেতাকর্মী ভাংচুরকৃত নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এ বিষয়ে কথা বলার জন্য চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ০১৭১৩৩৭৩৬৮৬ নাম্বারো ফোন করলে অপরপ্রান্ত থেকে নাম্বারটি অব্যবহৃত বলে জানানো হয়।
এদিকে চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির কার্য্যালয় ব্যাপক ভাংচুরে খবর শুনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘটনায় দায়ী ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় (রাজনৈতিক) সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। দিনকাল প্রতিনিধিকে মোবাইল ফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মোস্তাক মিয়া বলেন, "নীশিরাতের সরকারের সন্ত্রাসী বাহিনী, নব্য বাকশালীদের কাপুরুষোচিত ন্যাক্কারজনক হামলায় চৌদ্দগ্রাম বিএনপি কার্যালয়ের সকল আসবাব-পত্র ভাঙচুর লুটপাট তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহি:প্রকাশ। জনবিচ্ছিন্ন হয়ে জনগণের উপর ক্ষীপ্ত হয়ে তারা এসব ধ্বংষযজ্ঞ চালাচ্ছে" তাদের এমন হীন কর্মকান্ড বন্ধে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয়া চৌদ্দগ্রামের স্থানীয় প্রশাসনের প্রতি তিনি জোর দাবী জানান। অন্যথায় পরিনতি ভয়াবহ হবে বলেও তিনি প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেন।